অন্বেষা বিশ্বাস
রাতভর টুপটাপ বৃষ্টি শেষে ভোরের আলো যখন আলতো করে গ্রামগুলোর বুক ছুঁয়ে উঠল, তখন মনে হল, দূর আকাশ থেকে কেউ যেন কোনও রহস্যময় পর্দা নামিয়ে দিয়েছে চারদিকে। ভিজে মাটির গন্ধের মাঝে, কাদাজলে ভরা পথ পেরিয়ে চোখে পড়ে এমন এক দৃশ্য, যা বাস্তবের থেকেও বেশি স্বপ্নের। গাছের ডালে ডালে ঝুলে আছে সাদা কোকুনের মতো অদ্ভুত আস্তরণ। কিন্তু সত্যিটা আরও অবাক করার মতো। এই সমস্ত জাল বুনেছে লক্ষ লক্ষ ক্ষুদ্র মাকড়সা, বন্যার জল থেকে প্রাণ বাঁচাতে।
'ভূতুড়ে' গাছ