দ্য ওয়াল ব্যুরো: প্রবল বন্যায় অস্থির পাকিস্তান। তবু কূটনৈতিক মহল অবাক হয়ে দেখল, প্রাণ বাঁচানোর জন্য ভারতের আগাম সতর্কবার্তা পাওয়ার পরও এবার বন্যার দায় ভারতের ঘাড়েই চাপাচ্ছে ইসলামাবাদ।
শিয়ালকোটের বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ সাংবাদিকদের চমকে দেওয়া মন্তব্য করলেন, “বন্যার জল নাকি ভারত থেকে মৃতদেহ ভেসে আনছে পাকিস্তানে!” শুধু তাই নয়, তিনি দাবি করলেন, বন্যার জলে ভারত থেকে ভেসে এসেছে গবাদি পশুর মৃতদেহ ও বিভিন্ন পরিকাঠামোর ধ্বংসাবশেষও।
#REL