শুভম সেনগুপ্ত
পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যার (WB Voter) ভিত্তিতে বুথ বিন্যাসে (Delimitation Of Electoral Booths) বড় পরিবর্তন আসছে। প্রায় ১৪ হাজার নতুন বুথ যুক্ত হতে চলেছে রাজ্যে (West Bengal)। এই প্রসঙ্গেই শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সর্বদল বৈঠকে বসেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দফতর।