দ্য ওয়াল ব্যুরো: উত্তরাধুনিক জমানায় ক্রিকেট শুধু শুধু ব্যাট–বলের লড়াই নয়। যুদ্ধ জিততে সমান গুরুত্বপূর্ণ খেলয়াড়দের সহনশক্তি। শারীরিক ও মানসিক—দু’দিক দিয়েই চাপ সহ্য করার ভরপুর ক্ষমতা!
সহজ করে বললে, ফিটনেসই আসল চাবিকাঠি। আর তাকে ঝালাই করে নিতেই নয়া কিসিমের এক অগ্নিপরীক্ষা আমদানি করেছে বিসিসিআই (BCCI)। নাম—ব্রঙ্কো টেস্ট (Bronco Test)। শুনতে ঝকঝকে, আদতে ভয়ানক কষ্টের। ক্রিকেটে এর ব্যবহার নতুন হলেও, রাগবির মতো খেলায় বহুদিন ধরেই এই টেস্ট চালু আছে। উদ্দেশ্য একটাই—অ্যাথলিটের কার্ডিওভাসকুলার ক্ষমতা, স্ট্যামিনা আর মানসিক দৃঢ়তা যাচাই করা।