দ্য ওয়াল ব্যুরো: প্রদেশ কংগ্রেস দফতরে (Congress office attack) ভাঙচুরের মামলায় ধৃত বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh SIngh) ও আরও ছ’জনকে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন জামিন দিল শিয়ালদহ আদালত। প্রত্যেককে হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তির নির্দেশ দেন বিচারক।
যদিও জামিনের অর্ডার হাতে এলেও এখনও জেলমুক্তি হচ্ছে না বিজেপি নেতার (BJP)। কারণ, তাঁর বিরুদ্ধে রয়েছে আরও একটি মামলা।
#REL