দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে চরম উত্তেজনা। প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হামলার ঘটনায় প্রবল শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। অভিযোগের কেন্দ্রে বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয়েছে। তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
ঠিক কী ঘটেছিল?