দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক কর্মসূচি কিংবা প্রতিবাদী মঞ্চ - ধর্মতলার গান্ধী মূর্তির (Gandhi Statue) পাদদেশ বহুদিন ধরেই শহরের অন্যতম কেন্দ্রবিন্দু। প্রায় গোটা বছর জুড়ে নানা দলের কর্মসূচিতে সরগরম থাকে এই চত্বর।
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের (TMC) একাধিক অনুষ্ঠানের জন্যও সেখানে বানানো হয়েছিল অস্থায়ী মঞ্চ। তবে সেটি আর সরানো হয়নি। অবশেষে সোমবার সরাসরি উদ্যোগ নিল সেনাবাহিনী (Indian Army)।