দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলায় (Dharmatala) তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ জোর করে খুলে ফেলার অভিযোগ উঠল সেনার বিরুদ্ধে (Army)। এর প্রতিবাদে এবার সেনার জায়গা থেকে আন্দোলন মঞ্চ সরিয়ে নিল তৃণমূল (Mamata Banerjee-TMC)।
প্রথমে নেত্রী জানিয়েছিলেন, রানি রাসমনিতে হবে প্রতিবাদ মঞ্চ। পরে তিনি বলেন, ‘‘শুনলাম ওটা সেনার জায়গা। অনুমতি নিতে হলে আবার দিল্লি থেকে নিতে হবে। তাই আমরা সরিয়ে নিচ্ছি।’’ এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রানি রাসমনি নয়, আমাদের প্রতিবাদ সভা হবে ডোরিনা ক্রসিংয়ের আশেপাশে।