দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের হয়ে চরবৃত্তির (Pakistan Spy) অভিযোগে গ্রেফতার হয়েছেন জ্যোতি মলহোত্রা (Jyoti Malhotra)। তিনি একজন ইউটিউবার এবং ট্রাভেল ভ্লগার হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু পুলিশের হাতে তথ্য আসে যে এর আড়ালে পাকিস্তানের আইএসআই-এর হয়ে কাজ করতেন তিনি। গত ১৬ মে হরিয়ানার হিসার থেকে গ্রেফতার হন জ্যোতি। এখনও পর্যন্ত তাঁকে নিয়ে একাধিক তথ্য সামনে এসেছে। এবার পুলিশের হাতে এল একটি ডায়েরি (Diary)। পাকিস্তান সফর করে আসার পর তাতে অনেককিছু লিখেছিলেন জ্যোতি। সেই তথ্যই খতিয়ে দেখছে পুলিশ।