দ্য ওয়াল ব্যুরো: দুবাই এয়ারশোতে (Dubai Airshow) ভয়াবহ দুর্ঘটনায় শহিদ হলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার (IAF Wing Commandor) নমংশ সেয়াল (৩৪)। হিমাচল প্রদেশের কাংড়া জেলার পাতিয়ালকার গ্রামের এই বীর পাইলট তেজস (Tejas) লাইট কমব্যাট এয়ারক্রাফ্টে ফ্লাইং ডেমোনস্ট্রেশন করছিলেন। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ১০ মিনিট নাগাদ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খুলির মতো ভেঙে পড়ে তেজস। বিস্ফোরণের মুহূর্তেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নমংশ।
বাবা দেখছিলেন ইউটিউবে ছেলের এয়ারশো হঠাৎ চোখে পড়ে ভেঙে পড়া তেজসের ভিডিও