দ্য ওয়াল ব্যুরো: শিক্ষাক্ষেত্রে অশান্তির আগুন যেন থামতেই চাইছে না। এবার এসএসসি-র (SSC) দাগি তালিকায় (Tainted List) উঠে এল পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরের ডঃ ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের (Hatgobindapur College) অধ্যক্ষের স্ত্রীর নাম (Principal's Wife)।
বিষয়টি প্রকাশ্যে আসতেই কলেজ চত্বরে তৈরি হয়েছে প্রবল চাঞ্চল্য, উঠছে নানান প্রশ্ন—একটি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ আসনে থাকা ব্যক্তির সঙ্গে যখন এমন বিতর্কিত নাম জড়িয়ে যায়, তখন শিক্ষার বিশ্বাসযোগ্যতা কতটা অবশিষ্ট থাকে?
#REL