দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে দ্বিতীয় বার আবেদনপত্র জমা নেওয়ার জন্য নিয়োগ পরীক্ষার পোর্টাল (Exam Poral) খুলেছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। তবে গত ন’দিনে সেখানে আবেদন করেছেন মাত্র ৩০-৩৫ জন। সূত্রের খবর এমনটাই।
গত শনিবার শীর্ষ আদালতের নির্দেশ মেনে 'দাগি'দের তালিকা (Tainted List) প্রকাশ করে এসএসসি। তবে নতুন নিয়মে পরীক্ষা যে 'যোগ্য'দের দিতে হবে সেটাও স্পষ্ট। সেই অনুযায়ী নিয়োগ পরীক্ষার পোর্টাল খোলা হয়েছে। ২৪ অগস্ট থেকে দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি। আবেদন নেওয়া চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত।