দ্য ওয়াল ব্যুরো: প্লে-অফে (IPL Play-off) ওঠার আশা মিটমিট করে জ্বলছিল। নিভুনিভু সে আশা ঝুপ করে নিভে গেল গতকাল। চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) হারাতে পারলে আইপিএলের (IPL 2025) নক আউট পর্বে ওঠার রেসে টিকে থাকতে পারত কলকাতা নাইট রাইডার্স (KKR)। সবই অঙ্কের হিসেবে। সেই অঙ্ক ভন্ডুল করে দিল বৃষ্টি। ভেস্তে গেল ম্যাচ। দুই দলই পেল এক পয়েন্ট। আর প্লে-অফের দৌড় থেকে এবারের মতো ছিটকে গেল নাইট বাহিনী। গতবারের চ্যাম্পিয়ন দলের জন্য এবারের আইপিএল মোটেও সুখকর হয়ে রইল না।