দ্য ওয়াল ব্যুরো: সুদানের ভূমিধসে (Landslide in Sudan) এক হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। বেঁচে আছেন মাত্র একজম।
গৃহযুদ্ধে লিপ্ত আফ্রিকার এই দেশটির বিস্তীর্ণ এলাকা বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর দখলে (civil war going on ।n the country for last few years) দারাফুকো এলাকাটি সুদান লিবারেশন মুভমেন্টের (rebel group Sudan Liberation movement) দখলে রয়েছে। তারাই রাষ্ট্রসংঘের কাছে সাহায্য চেয়েছে। তাদের নিজস্ব সেনা ও পুলিশ বাহিনী এলাকায় উদ্ধার কাজ শেষে জানিয়েছে একজন প্রবীণ ব্যক্তি বাদে ওই এলাকায় আর কেউ বেঁচে নেই।
#REL