দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার ট্রাইবুনালে গুরুতর অভিযোগ করলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে তীব্র সওয়াল করেন চিফ প্রসিকিউটর।
সওয়ালে তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চাইছেন। তিনি সেনাবাহিনীকে উসকে দিয়ে বলছেন তোমাদের সদস্যদের ট্রাইবুনালে বিচার হচ্ছে। তোমরা কেন প্রতিবাদ করছ না। চিফ প্রসিকিউটর বলেন সাবেক প্রধানমন্ত্রী এইভাবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে উসকানি দিতে চাইছেন।