দ্য ওয়াল ব্যুরো: জিমে (Gym) মহিলাদের মর্যাদা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা ছাড়াই পুরুষ প্রশিক্ষকেরা (Gym Trainers) যখন মহিলাদের জিমে প্রশিক্ষণ দেন, তখন নানা সমস্যার সম্ভাবনা তৈরি হয় বলে পর্যবেক্ষণ আদালতের।
মীরাটের (Meerut) এক জিম প্রশিক্ষক নীতিন সাইনির মামলার শুনানিতে এমনই মন্তব্য করেন বিচারপতি শেখরকুমার যাদব। অভিযোগ, ওই প্রশিক্ষক (Male Trainer) এক মহিলা গ্রাহককে জাতিগত অপমান করেছেন। শুধু তাই নয়, অপর এক মহিলা গ্রাহকের অশ্লীল ভিডিও তৈরি করে তা পাঠানোর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।