দ্য ওয়াল ব্যুরো: রামকথার বিখ্যাত বক্তা এবং পদ্মবিভূষণ সম্মানে ভূষিত জগদ্গুরু রামভদ্রাচার্য-এর বিরুদ্ধে সমাজমাধ্যমে প্রচারিত কুরুচিকর ভিডিও ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। শনিবার মেটা (Meta) এবং গুগল-কে (Google) এই নির্দেশ দিয়েছে আদালত।
বিচারপতি শেখর বি সরাফ এবং বিচারপতি প্রশান্ত কুমারের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শরদ চন্দ্র শ্রীবাস্তব ও অন্যান্যদের করা একটি পিটিশনের শুনানির সময় এই নির্দেশ দেয়।
#REL