দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ও উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে বাতাস কার্যত ‘গ্যাস চেম্বার’-এ পরিণত হয়েছে। শনিবারের পরিস্থিতি দশকে সবচেয়ে খারাপ, বলছেন অনেকেই। এই পরিস্থিতিতে বায়ুদূষণ (Air Pollution) মোকাবিলায় অভিনব আর বিতর্কিত পরামর্শ দিলেন যোগগুরু রামদেব (Ramdev)। তাঁর মতে, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, ঘরের পর্দাই (Curtains) না কি দূষণের প্রভাব ঠেকাতে পারে। এয়ার পিউরিফায়ারের (Air Purifier) দরকার নেই!
এনিয়ে প্রশ্ন করা হলে বায়ু পরিশোধন যন্ত্রকে ‘আমিরোঁ কা চোঁচলা’, মানে ধনীদের শখ বলে কটাক্ষ করেন।
#REL