দ্য ওয়াল ব্যুরো: অবশেষে স্বস্তির খবর। সিডনিতে (Sydney) ভয়াবহ চোট পাওয়া শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এখন স্থিতিশীল। টিম ইন্ডিয়ার (India) টি–২০ অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানালেন, আইসিইউতে (ICU) চিকিৎসাধীন শ্রেয়স মেসেজের উত্তর দিচ্ছেন। অর্থাৎ, আশঙ্কা অনেকটাই কেটে গেছে।