দ্য ওয়াল ব্যুরো: এতদিন সর্বক্ষণের সঙ্গী ছিল সে। মাতিয়ে রাখত গোটা বাড়ি। হঠাৎ করেই সে নেই, 'মিষ্টু' নেই। সাত দিন কেটে গিয়েছে। কিন্তু এই নির্মম সত্যিটাই মেনে নিতে পারছেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী রায়। গলার কাছে দলা পাকিয়ে আছে কান্না। এত বছরের সম্পর্ক। এত স্মৃতি... ভোলা কি সত্যিই যায়?
'মিষ্টু' হল গীতশ্রীর পোষ্য। পাগ প্রজাতির এক চারপেয়ে। তাঁর মৃত্যুতেই শোকাহত তিনি। তাঁর কথায়, "এক সপ্তাহ হয়ে গেল তোমায় ছুঁতে পারিনি, আদর করতে পারিনি, দেখা হয়নি আমাদের।কিন্তু আমি জানি তুমি আমাদের সঙ্গেই আছ। ভালবাসি আমার বাচ্চাটাকে। দেখা হবে আমাদের আবারও।"