দ্য ওয়াল ব্যুরো: দিল্লি দাঙ্গা মামলায় (Delhi Riot Case) গ্রেফতার হওয়া উমর খালিদ (Umar Khalid), শারজিল ইমাম-সহ আট জনের জামিন আবেদনের বিষয়ে দিল্লি পুলিশকে (Delhi Police) নোটিস জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এন ভি অঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৭ অক্টোবর।
শুনানির শুরুতেই বিচারপতি কুমার জানান, গত ১৯ সেপ্টেম্বর এই মামলার শুনানি নেওয়া সম্ভব হয়নি। কারণ, সহ-বিচারপতি মানমোহন ব্যক্তিগত কারণে বেঞ্চ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। তিনি একসময় কপিল সিব্বল চেম্বারে সহকারী হিসেবে কাজ করেছিলেন।