দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতির তাণ্ডবে যেন মুছে গেল মানুষের আঁকা সীমানা। ভয়াবহ বন্যায় (Punjab Floods) বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব। ইরাবতী নদীর তীব্র স্রোতে প্রায় ৩০ কিলোমিটার সীমান্ত বাঁধ ধ্বংস (30 km of Indo-Pak border fence)।
ভেঙে গুঁড়িয়ে গিয়েছে কাঁটাতার, জলের তলায় একের পর এক বিএসএফ পোস্ট। এমনকি খালি হয়ে গিয়েছে দুই দেশের একাধিক চেকপোস্টও। ফলে অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে বহুগুণ।
#REL