দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান (Rashid Khan) ফের খবরের শিরোনামে—এবার ব্যাট-বল নয়, ব্যক্তিগত জীবনের কারণে। মাত্র ১০ মাসের মাথায় দ্বিতীয় বিয়ে করলেন এই লেগ স্পিনার। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করলেন সামাজিক মাধ্যমে।
গত কয়েক দিন ধরেই তাঁর বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে, যখন নেদারল্যান্ডসে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাঁকে এক মহিলার পাশে বসে থাকতে দেখা যায়। আফগান পোশাকে সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় গসিপ। অবশেষে সোমবার এক পোস্টে রশিদ নিজেই জানালেন, ২০২৫ সালের ২ আগস্ট তিনি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।