দ্য ওয়াল ব্যুরো: কলেজ চত্বরে (College Premises) গেলেই ভেসে ওঠে দু'মাস আগের বিভীষিকাময় সন্ধ্যার ঘটনা। সেই কারণেই আর কসবা আইন কলেজে (Kasba Law College Rape) ফিরতে চাইছেন না ধর্ষণকাণ্ডের নির্যাতিতা ছাত্রী (kasba College Victim)। পরিবারও চাইছে মেয়ের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে কলেজ বদল হোক (Kasba Victim's College Change)। সেই মতো উদ্যোগও নিয়েছে তারা।