দ্য ওয়াল ব্যুরো: চিংড়িঘাটায় (Chingrighata) অরেঞ্জ লাইনের মেট্রো প্রকল্পের (Kolkata Metro) কাজ দীর্ঘদিন ধরে থমকে। প্রায় ৩৬৬ মিটার এলাকায় কাজ আটকে রয়েছে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) চলছে জনস্বার্থ মামলা।
বুধবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, এই জট কাটাতে বৈঠকে বসতে হবে রাজ্য সরকার, কলকাতা পুলিশ, কেএমডিএ, মেট্রো রেল এবং নির্মাণকারী সংস্থা আরভিএনএল-কে। আদালতের পর্যবেক্ষণ, "জনস্বার্থে অবিলম্বে আলোচনা জরুরি।"