দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার শহরে তিনটি বড় মিছিল হওয়ার কথা। তাছাড়া ধর্মতলায় রয়েছে সমাবেশও। এদিকে ২৮ অগস্টই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে।
এমন পরিস্থিতিতে যানজটের (Traffic Jam) আশঙ্কা করে কলকাতা পুলিশকে (Kolkata Police) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগাম চিঠি দিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Calcutta University)।