দ্য ওয়াল ব্যুরো: আবারও রক্ষণাবেক্ষণের খাঁড়া দ্বিতীয় হুগলি সেতুর ওপর (Second Hooghly Bridge, Remain closed for 8 hours for maintenance)।
লালবাজারের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রবিবার, ১৪ ডিসেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত টানা ৮ ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এই সময়ে সেতু দিয়ে কোনও যান চলাচলই করা যাবে না।
#REL
রবিবার সকাল থেকে গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ চলবে সেতুজুড়ে। ফলে হাওড়া–কলকাতার মধ্যে অন্যতম ব্যস্ত এই সংযোগ সেতু বন্ধ থাকায় যানজটে চাপে পড়বে শহর। আগেভাগেই তাই বিকল্প পথের নির্দেশিকা প্রকাশ করেছে কলকাতা পুলিশ।