দ্য ওয়াল ব্যুরো: রাজগীরের টার্ফে বৃষ্টির ভ্রুকুটি, গোলের খরা আর দিনশেষে হতাশা। এশিয়া কাপ হকির সুপার ফোরে (Asia Cup 2025) প্রথম ম্যাচে জেতার মতো সব সুযোগ পেয়েও জয় পেল না ভারত (Indian Hockey Team)। বুধবার কোরিয়ার (Korea) বিরুদ্ধে লড়াই শেষ হল ২-২ ড্রয়ে।
ম্যাচের শুরুর দিকেই দাপট দেখায় ব্লু টাইগার্স। দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার, তারপর টানা চাপ। আট মিনিটের মাথায় দৃষ্টিনন্দন গোল—মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে সোজা চার-পাঁচ জনকে কাটিয়ে একক প্রচেষ্টায় হার্দিক সিং বল জালে জড়ান। দর্শকাসনে তখন উত্তেজনা চরমে।