দ্য ওয়াল ব্যুরো: রাজগির হকি স্টেডিয়ামে (Rajgir Hockey Stadium) ইতিহাস গড়ল ভারতীয় হকি দল (Indian hockey Team)। এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2025 final) কোরিয়াকে (India vs Korea) ৪-১ গোলে হারিয়ে চতুর্থবার শিরোপা ঘরে তুলল ‘মেন ইন ব্লু’। একইসঙ্গে নিশ্চিত করল ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা।
ফাইনালের নায়ক দিলপ্রীত সিং, যিনি দুই গোল করে ভারতীয় আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দেন। এছাড়া একটি করে গোল করেন সুকজিত সিং এবং অমিত রোহিদাস।
#REL