দ্য ওয়াল ব্যুরো: ফের পরীক্ষায় বসতে চেয়ে অযোগ্যদের মামলা সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে এবার ধমক দিয়ে বিচারপতি সঞ্জয় কুমার জানিয়ে দিলেন, তাঁদের রায় বুঝতে কোনও অসুবিধা হয়নি। অযোগ্যরা অনেকের জীবন নষ্ট করেছেন। তাই তাঁদের পরীক্ষায় বসতে দেওয়ার প্রশ্নই ওঠে না।
বিচারপতি এদিন বলেন, 'আমাদের রায় বুঝতে কি অসুবিধা হচ্ছে? অযোগ্যদের জন্য অনেক জীবন নষ্ট হয়েছে।' তিনি প্রশ্ন তোলেন ও সিবিআইকেও জিজ্ঞাসা করেন, 'দাগিদের হেফাজতে নিয়ে জেরা করা হয়নি কেন?' তাঁর স্পষ্ট কথা, 'বার বার বলছি দাগিরা কোনওভাবেই পরীক্ষায় বসতে পারবেন না।'
#REL