দ্য ওয়াল ব্যুরো: রণবীর সিং আবারও প্রমাণ করলেন, তিনি শুধু সুপারস্টার নন, বরং আদর্শ স্বামীও। স্ত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি প্রশংসা করলেন তিনি। কারণও অবশ্য গর্ব করার মতো, লুই ভিতোঁ পুরস্কার ২০২৫-এ প্রথম ভারতীয় জুরি সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন দীপিকা।
ইনস্টাগ্রামে ইভেন্টের একগুচ্ছ ছবি শেয়ার করেন দীপিকা। হলুদ-বাদামি প্রিন্টের সিল্ক শার্টের সঙ্গে মানিয়েছিলেন ফ্রিঞ্জ-ডিটেইলড মিনি স্কার্ট। সঙ্গে ছিল সোনালি স্টাড কানের দুল, কালো হ্যান্ডব্যাগ আর হাই হিল। চুল খোঁপা করে বাঁধা। গ্ল্যামারাস সাজে নজর কেড়েছেন তিনি।
#REL