দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ২১। পেশায় ইঞ্জিনিয়র। কিন্তু মূল আয়ের উৎস? টুইটার, অর্থাৎ এখনকার এক্স! নিয়মিত পোস্ট করেই বিপুল আয় করছেন কানভ নামের তরুণ। দাবি, দু’মাসের মধ্যেই তাঁর আয় ছাপিয়ে গিয়েছে কলেজ ক্যাম্পাস প্লেসমেন্টের গড় বেতনের হিসাবও।
জুলাই মাসে কানভ আয় করেছেন ৩৫ হাজার টাকারও বেশি। অগস্টে ৩২ হাজার টাকার বেশি। সব মিলিয়ে ৫ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত এক্স থেকে তাঁর হাতে এসেছে ৬৭ হাজার ৪২০ টাকা। পেমেন্ট হয়েছে পাঁচ দফায়। এর মধ্যে সর্বোচ্চ একবারেই তিনি পেয়েছেন ২১ হাজার ০৯৭ টাকা।
#REL