দ্য ওয়াল ব্যুরো: ভারতের সনাতন ঐতিহ্যে প্রেরণ জোগানো গুরু-শিষ্যের কথামালার অভাব নেই। সংস্কৃতি, বিদ্যাচর্চা কিংবা শিল্পের নানান আঙিনায় গুরুবাদী শিক্ষাধারার ধারাবাহিক ঐতিহ্য রয়েছে।
তুলনায় টক্কর দেবে খেলার ময়দানও। তার মধ্যে ভারতীয় জনমানসে ‘ক্রিকেট’ আবেদন আর ভাবাবেগের নিরিখে ধর্মের চাইতেও কোনও অংশে কম নয়। এমন কিছু সম্পর্ক রয়েছে, যা নিছক প্রশিক্ষক–খেলোয়াড় নয়, বরং এক দীর্ঘ সাংস্কৃতিক পরম্পরারই অংশ। সেই তালিকায় সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও রমাকান্ত আচরেকরের (Ramakant Achrekar) বোধ হয় একেবারে উপরের দিকে থাকবে।