দ্য ওয়াল ব্যুরো: থমকে থাকা কেরিয়ারে গতি আনতে চান। তাই মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অন্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে নামার সিদ্ধান্ত নিলেন পৃথ্বী শ। এই নিয়ে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) থেকে একটি অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন তিনি। অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে পৃথ্বীর আর্জির কথা মেনে নেওয়া হয়েছে।
জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য। ঘরোয়া ক্রিকেটেও জায়গা জোটেনি। পৃথ্বী শ ইদানীং ময়দানের বাইরে অনৈতিক আচরণের জন্য খবরের শিরোনামে এসেছেন। কখনও সাংবাদিকদের সঙ্গে বচসায় জড়িয়েছেন, কখনও নাইটক্লাবে হাতাহাতি। পৃথ্বী মানেই বাইশ গজের বাইরে নিয়মভঙ্গ ও রাজ্যের সমালোচনা!