দ্য ওয়াল ব্যুরো: প্রায় সবার চোখে তিনি ‘নষ্ট প্রতিভা’। নির্বাচকদের বাতিলের খাতায়। স্পটলাইটে ব্যাট হাতে সেঞ্চুরি কিংবা দৃষ্টিনন্দন কভার ড্রাইভ নয়, পৃথ্বী শ মানেই ফি-দিন বিতর্ক, আবারও কোনও বিবাদে জড়িয়ে পড়া!
অনেকেই তাঁর বয়ে যাওয়ার সঙ্গে বিনোদ কাম্বলির তুলনা টানেন। দুজনেই অমিত প্রতিভাবান হয়েও নিজেদের জৌলুস ধরে রাখতে পারেননি। নাইট ক্লাবে হুল্লোড়ে মেতে, নেশায় আসক্ত হয়ে খেলাটাকেই দুয়োরানি করেছেন। এমনটাই চালু বিশ্বাস, প্রসিদ্ধ অনুমান।