দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক (USA Tariff) চাপিয়েছে ভারতের ওপর। নয়াদিল্লি এই ঘোষণার পরই স্পষ্ট করেছিল, তাঁরা মাথা নত করবে না। তবে দেশীয় বাজার যে ক্ষতির মুখে পড়বে এই কথাও সত্য। সেই প্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Govt)।
শুল্কের ধাক্কা খাওয়া ব্যবসায়ীদের জন্য বড় আর্থিক প্যাকেজ (Special Package) ঘোষণা করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করতে এই প্যাকেজ আনা হবে।