দ্য ওয়াল ব্যুরো: ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার আর বৈশালী (R Vaishali) ফের একবার ইতিহাস গড়লেন। টানা দ্বিতীয়বার জিতে নিলেন ফিডে (FIDE) গ্র্যান্ড সুইস (মেয়েদের বিভাগে) (Grand Swiss 2025)। এই জয় নিছক কেরিয়ারে পালক গুঁজল না, সোজা পৌঁছে দিল ক্যান্ডিডেটস টুর্নামেন্টে (Women’s Candidates Tournament)।
যদিও সবকিছু ছাপিয়ে আলোচনায় একটি বিশেষ আবেগঘন মুহূর্ত—ট্রফি দেওয়ামাত্র তা তুলে ধরতে বৈশালী মঞ্চে ডেকে নিলেন তাঁর মাকে। মা–মেয়ের সেই দৃশ্য এখন সমাজমাধ্যমে ভাইরাল।