দ্য ওয়াল ব্যুরো: কোভিড চলাকালীন কর্মরত অবস্থায় প্রাণ হারানো (Covid Duty Death) এক স্কুল প্রধানশিক্ষকের (School Principal death in covid) পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।
প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তুষার রাও গেদেলার ডিভিশন বেঞ্চ ৪ সেপ্টেম্বর এক রায়ে স্পষ্ট করে জানায়, প্রধানশিক্ষক শিবনাথ প্রসাদের মৃত্যু কোভিড দায়িত্ব পালনের সময় সংক্রমিত হওয়ার ফলেই হয়েছিল।
কী ঘটেছিল?