তিয়াষ মুখোপাধ্যায়
হার্ট নিয়ে যত আলোচনা, ততটাই ভয়ের কথাও লুকিয়ে থাকে সেখানে। দ্য ওয়াল আরোগ্যের (The Wall Arogya) ‘হার্ট ভাল রাখার আর্ট’ (Heart Bhalo Rakhar Art) অনুষ্ঠানে তাই যখন মঞ্চে উঠলেন কার্ডিওলজিস্ট ডক্টর কুণাল সরকার (Doctor Kunal Sarkar), তিনি কেবল চিকিৎসা-তথ্য শোনালেন না, একেবারে জীবনের গল্পে ঢুকে গেলেন। হার্ট ভাল রাখার পাঠ দিতে গিয়েই তিনি টেনে আনলেন ডায়াবেটিসের প্রসঙ্গ। বললেন, এই রোগ আসলে হৃদযন্ত্রের সবচেয়ে বড় শত্রু। চোখ, কিডনি, স্নায়ু সব কিছুকে ধ্বংস করলেও শেষ আঘাতটা গিয়ে পড়ে হ