দ্য ওয়াল ব্যুরো: বলিউডের তিন খান—সলমন, শাহরুখ ও আমির একসঙ্গে বড় পর্দায় দেখার স্বপ্ন বহু বছর ধরে ভক্তদের মনে জেগে আছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিন খানকে একসঙ্গে কাজ করতে দেখা যেতে পারে বলে আলোচনা শুরু হয়েছে।
ভিডিওতে একটি ভ্যানিটি ভ্যান দেখানো হয়েছে, যার দরজায় সলমন, শাহরুখ এবং আমির খানের নাম লেখা। এই ক্লিপে একজন ব্যক্তি বলেন, “তিনজনে একসঙ্গে। কোন সিনেমা ভাই?” যদিও এই ভিডিওটি পরে ডিলিট করা হয়েছে। কিছু সূত্র মনে করছেন, এটি হতে পারে আরিয়ান খানের নতুন সিরিজের শুটিংয়ের অংশ, আবার অনেকে মনে করছেন এটি কেবল একটি বিজ্ঞাপন।