দ্য ওয়াল ব্যুরো: বলিউডের তারকাদের বডি ডবলদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হয়। ভক্তরাও এসব রিল উপভোগ করেন, কিন্তু শাহরুখ খানের বডি ডবলের কথা মনে হলেই উত্তেজনা যেন দ্বিগুণ হয়। শাহরুখ খানের বডি ডবল হলেন ইব্রাহিম কাদরি, যিনি সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে পরিচিত। সম্প্রতি ইব্রাহিমের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই ভুলে তাকে শাহরুখ মনে করেছেন।
কেন দেখা করতে চান না ইব্রাহিম?