দ্য ওয়াল ব্যুরো: রবিবার নির্ধারিত সময়ে শুরু হয়ে নির্বিঘ্নেই শেষ হয়েছে এসএসসি-র প্রথম দফার লিখিত পরীক্ষা (SSC Written Exam)। প্রায় ৯ বছর পর রাজ্যে এসএসসি-র পরীক্ষা হল। আর এই পরীক্ষায় কিছু এমন জিনিস ঘটেছে যা প্রথমবার দেখলেন পরীক্ষার্থীরা।
প্রথম দফার লিখিত পরীক্ষা দিয়ে অধিকাংশ পরীক্ষার্থী জানিয়েছেন, প্রশ্নপত্র সহজ ও মানানসই ছিল। তাঁদের মধ্যে অনেকেরই মত, এত দিনের অপেক্ষার পর নির্দিষ্ট সময়ে পরীক্ষা সম্পন্ন হওয়ায় স্বস্তি পেয়েছেন। তাঁরা এও মনে করছেন, এবার হয়তো দুর্নীতির সুযোগ তেমন একটা থাকবে না। কিন্তু কেন?