দ্য ওয়াল ব্যুরো: ৯ বছর পর রাজ্যে এসএসসির নিয়োগ পরীক্ষা (SSC Recruitment Exam) হল গতকাল অর্থাৎ রবিবার (৭ সেপ্টেম্বর)। আগামী রবিবার (১৪ সেপ্টেম্বর) আরও এক দফার পরীক্ষা বাকি। তবে পরীক্ষা হলেও চাকরিপ্রার্থীদের স্বচ্ছ নিয়োগের আশা দেখছেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 'এই সরকার আসার পর পরীক্ষা করে না। বহু পরীক্ষা প্রথমবার হচ্ছে। পরীক্ষা যদিও হয় তার রেজাল্ট হয় না। পাস করে গেলে চাকরি হয় না। পাস করলেও তাঁদের ধর্নায় বসতে হয়। সেইতো ধর্নায় বসতে হবে। আর যদি চাকরি পেয়েও যায়, ডিএ পাবে না।'