দ্য ওয়াল ব্যুরো: ঘড়িতে ১১:১১, গাড়ির নম্বরে ৩৩৩ কিংবা বিলের রসিদে ৪৪৪—অনেকেই বারবার একই সংখ্যা দেখতে পান। প্রশ্ন জাগে, এটি কি নিছক কাকতালীয়, নাকি মহাবিশ্বের কোনও গোপন বার্তা? এই রহস্যময় অভিজ্ঞতা বিশ্বজুড়ে মানুষের মনে কৌতূহল বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা খুঁজছেন এর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা।
কেন দেখা দেয় পুনরাবৃত্ত সংখ্যা