দিশা দাস
মানসিক চাপ, সম্পর্কের টানাপড়েন, পড়াশোনার দুশ্চিন্তা, পরিবারের প্রত্যাশার বোঝা — একবিংশ শতকের কিশোর-তরুণ প্রজন্মের কাছে যেন এ সবই এখন নিত্যদিনের বাস্তব। বাইরের দুনিয়ায় সব কিছু ঠিকঠাক চলছে বলে মনে হলেও, ভিতরে ভিতরে কেউ কেউ হয়তো হাল ছেড়ে দিচ্ছে। আপনি কি তেমন কিছু অনুভব করছেন? যদি করেন, জেনে রাখুন — আপনি একা নন। এবং পাশে রয়েছে CINI-এর Teenline হেল্পলাইন।