দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি শুল্কনীতি নিয়ে ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেও এবার সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে তিনি জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে এবং অচিরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন।
ট্রাম্প তাঁর পোস্টে মোদীকে 'খুব ভাল বন্ধু' সম্বোধন করে লেখেন, 'দুই দেশের সম্পর্ক দৃঢ় এবং কোনও বড় বাধা ছাড়াই একটি সফল সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।'