দ্য ওয়াল ব্যুরো: ভারতের সাহিত্যের ইতিহাসে কত যে মণিমাণিক্য ছড়িয়ে রয়েছে, তার সূচনার হদিশ পেতে গেলে ফিরে যেতে হবে সেই প্রাচীনকালে। ইংরেজি সাহিত্যে যেমন উইলিয়াম শেক্সপিয়র (William Shakespeare) বিশ্ববিখ্যাত নাট্যকার ও কবি হিসেবে পরিচিত, তেমনই ভারতীয় সাহিত্যে (Indian Literature) কালিদাস (Kalidasa) এক অনন্য নাম। প্রকৃতি, প্রেম ও মানবিক আবেগকে সূক্ষ্মভাবে প্রকাশ করার ক্ষমতার জন্য তাঁকে ‘ভারতের শেক্সপিয়র’ (Indian Shakespeare) বলা হয়।
কালিদাস: ভারতের শ্রেষ্ঠ সাহিত্যিক