শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'বাংলা ছবির পাশে দাঁড়ান' আজকাল এই কথা প্রায় ইন্ডাস্ট্রির সমস্ত তারকা থেকে পরিচালক, প্রযোজকরা বলে থাকেন। সব ছবির প্রমোশনের সময় কিছু গতানুগতিক কথাই বলা হয়, 'এই ছবি একদম অন্য রকম'। অথচ ছবি রিলিজ করার পর একেবারে বাঁকবদল ছবি কটা আর হচ্ছে! পুজো মানেই একঝাঁক পুজোর ছবি। ছবি রিলিজের আগেই চলছে সারা শহর জুড়ে চলছে বিভিন্ন আসন্ন ছবির প্রমোশন। তারকারা ঘোড়ায় চড়ছেন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে, কেউ বা লোকনাচের নামটাই ভাল করে জানেন না। তারকাদের স্টারডমের গুরুত্ব কী হারিয়ে যাচ্ছে। কেন তারারা পাবলিকের এত কাছাকাছি চলে যাচ্ছেন?