দ্য ওয়াল ব্যুরো: 'প্রেমের ফাঁদ পাতা ভুবনে,
কে কোথা ধরা পড়ে, কে জানে।'
প্রেম কী বয়স মানে? একদমই না। অসম বয়সের জুটি বিরল হলেও ঘটেছে বারবার। টলিপাড়ার তেমন এক চর্চায় থাকা জুটি হল সোহিনী সেনগুপ্ত ও সপ্তর্ষি মৌলিক। সোহিনীর থেকে সপ্তর্ষি অনেকটাই ছোট। এত বয়সের তফাতে প্রেম হয় দেখেই চমকে গিয়েছিল আমজনতা। কিন্তু শুধু প্রেম নয় বিয়ের পর তাঁরা এখন সুখী জুটি।