দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরসুমে আবারও ঝলমলে আয়োজন করল হেলিওস। টাটা গ্রুপের টাইটান কোম্পানি লিমিটেড-এর অন্তর্গত দেশের সর্ববৃহৎ মাল্টি-ব্র্যান্ড ঘড়ির রিটেইল উইং 'হেলিওস' উৎসবের দুর্গাপুজোর নতুন কালেকশন লঞ্চ করল।
কলকাতার রাজকুটির, আইএইচসিএল সিলেকশন্স-এ সম্প্রতি আয়োজিত হয় প্রদর্শনীটি। একসঙ্গে হাজির ছিল ১৪টি আন্তর্জাতিক ও দেশীয় ব্র্যান্ড।
#REL